সমুদ্রের ডাকে
-সুনির্মল বসু
ইদানিং কারা যেন আমার
স্মৃতির বন্দরে হেঁটে বেড়ায়,
জানি না বুঝি না
প্রিয় মুখ কোথায় হারায়।
স্বপ্নে আসো স্মৃতিতে ভাসো
তোমরা কারা?
কড়া বাজাও তোমরা কী সেই
আপন যাঁরা?
অথচ, একদা জীবন ছিল
ভরা নদী কত তার ঢেউ,
লেগেছিল ফাগুন-গন্ধ
জানে না তো কেউ।
পালহীন ভাঙা নৌকো আমার
ক্লান্ত গতিহীন,
ছন্দ নিয়ে কারবার আমার
জীবন ছন্দহীন।
স্বপ্নে আসো স্মৃতিতে ভাসো
তোমরা কারা?
রাত এলে সমুদ্রের ডাকে
আমিও দেবো সাড়া।