Site icon আলাপী মন

কবিতা- অপেক্ষা

অপেক্ষা
-পায়েল সাহু

 

 

বৃষ্টি ভেজা বাতাসে ভাসে কারো নিঃশব্দ নিঃশ্বাসের ঘ্রাণ,
বহু বছরের অভ্যাসের ভালোলাগা উষ্ণতার টান,
আজও ছুঁয়ে আছে শরীরে-মনের সবখানে, সব ভাঁজে…
আজও বৃষ্টি স্নাত বাতাস এলোমেলো হয় সবটুকু অনুভবের খোঁজে।

সেদিনের সে আলিঙ্গনের পরশ, ফিকে হচ্ছে ক্রমশ
বন্ধ চোখের সে শিহরণ আজ আর করে না শরীর বিবশ,
তবু ভালোলাগার সে স্মৃতি আজও উজ্জ্বল মনের স্মৃতিচারণে,
মনের শূন্য কোণে তারই অপেক্ষা হাজার মুখের ভিড়েও সজল নয়নে।

সময়ের প্রলেপে সব হারানোর ক্ষত আজ নিরাময়,
তবু সে আজও খোঁজে আদুরে সে প্রশ্রয়।

Exit mobile version