ফাগুন
-সঞ্জিত মণ্ডল
আজ ফাগুনের নতুন দিনে পলাশ লালে লাল,
কেমন করে বলি মিতে মন উথাল পাথাল।
ও মিতে, ভোমরা হবি, মধু পিবি, হবে মন মাতাল,
তুয়ার সনে পিরীত মনে, হই যে বেসামাল।
যাবি নাকি, মন ভুলাবি, বনের ধারে কাল,
শিমূল পলাশ ফোটে বটে, আকাশ লালে লাল।
ফুলের রঙে রঙ মিলাবি, খোঁপায় দিয়ে মন ভুলাবি,
হবি রে মাতাল, ও তুই হবি রে মাতাল।
সবুজ টিয়ে বসছে গিয়ে, খাচ্ছে ফুলের ঝাল,
ময়না এসে বায়না জুড়ে, করছে কি কামাল।
ও তুই লাচ দেখাবি, মধু পিবি, খাবি হামার গাল,
বুঝিস কেনে, যাবি বনে, হবে কি পয়মাল।
বনের পাশে ফুলের বাসে হোস নে বেসামাল,
সামলে মনে চলিস কেনে করিস নে কামাল।
প্রেম পিরীতে ফাগুন মাসে মন উথাল পাথাল।
কৃষ্ণচূড়ায় রঙ ধরেছে বাতাস বেসামাল।
মন যে বড় উদাস লাগে,
বাতাসে ফাগুন ভাসে, কেমন হল হাল।
এমন দিনে তুয়ার সনে হব বেসামাল।।
আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধু, আলাপী মনের সকল সদস্য বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন