Site icon আলাপী মন

কবিতা- ঘ্রাণ

ঘ্রাণ

-অমল দাস

 

 

একটি অমীমাংসিত ঘ্রাণ

আমাকে টেনে হিঁচড়ে ক্রমশ নামিয়ে আনে পাদদেশের খাদে।  

বিগতগামী অনুযোগের নুড়ি-কাঁকর 

গড়িয়ে গড়িয়ে হোঁচট খায় সমাবেশ ভাঙা

 ছন্নছাড়া পথে।

 

ঝরা পাতার উপত্যকায় বৃন্তচ্যুত দিনে দেখি

উল্টো পারের কতেক দূরে কোন পূর্বসূরির ধোঁয়া ওড়ে আজও..  

 

প্রতিবিম্ব দেখা থালার কার্নিশ বরাবর অভুক্তের আহার সাজিয়ে ভাবি

এই ঘ্রাণ কি তুমি দিয়েছ?

 

মাদকাতার মৌন অহংকার মাত্রাহীন অনুচ্চারিত শব্দ লেখে

ফটিক জলের দানার মতো চমকে ওঠে ভিতর ঘরে

আবার বাস্পনীতির অন্ধ যামে সংসারী হয় মাটির ধুলোয়।

 

একটি ঘ্রাণ অনাচ্ছাদিত রাত্রি জঠরে স্বপ্ন বাঁধে গভীরতর

আমি বিভোর থাকি আছড়ে পড়া জলে-  

   তট ভাঙার খেলায়।

কালসর্প কুণ্ডলীর মণ্ড গুনে পিণ্ডি দিই নিজের..  

আদিমতায় বর্বরতার নিশাচরী ডানা হলে

কবর কাটি মৃত কবিতার।

Exit mobile version