কবিতা- প্রচ্ছদ

প্রচ্ছদ
-রীণা চ্যাটার্জী

চলো একটা প্রচ্ছদ আঁকি
রঙচঙে- লাল, হলুদ, নীল
বা অন্য কোনো রঙ-
না হয় সব রঙের মিশেল
ক্যানভ্যাসে দুর্বোধ্য কিছু ছবি..
হোক বেমানান, কোনো ক্ষতি নেই
শুধু প্রচ্ছদের চমক লাগবে-
রঙের আতিশয্যে চোখ ধাঁধানো,
বাহারী বিজ্ঞাপনের মতো মন মাতানো,
ভেতরটা হোক হাবিজাবির সমাহার,
শব্দের আধপোড়া ঘ্রাণের গন্ধটা
নির্লজ্জতার আড়ালে কাঁদবে,
ভুলের চোরাবালিতে তলিয়ে যাবে-
ঢেকে দেবে, ঢেকে যাবে সব,
গর্বিত অহঙ্কারের মিথ্যের কোষে কোষে-
অন্তরের খবর কে আর নিয়েছে কবে?
শুধু প্রচ্ছদ চাই..
ওটা রঙচঙে হলেই হবে।

Loading

Leave A Comment