Site icon আলাপী মন

কবিতা- মাতৃভাষা

মাতৃভাষা
-শম্পা সাহা

 

 

ভাষায় জন‍্য রাখতে পারি জীবন বাজি
ভাষার জন‍্য আজকে আমি মরতে রাজি।

যে ভাষাতে ভাইকে ডাকি আদর করে
যে ভাষাতে স্নেহ ছড়ায় সবার ঘরে।

বাবার স্নেহ মায়ের মায়া যে ভাষাতেই ঝরে
যে ভাষাতে শুনলে কথা মাকেই মনে পড়ে।

মাতৃভাষা মানেই সে যে আমার পরিচয়
একুশ মানে ভাষার লড়াই, মাতৃভাষার জয়।

যে সব প্রাণের খোয়ার স্মৃতি একুশ মনে করায়,
ভাষায় ভাষায় সেই লড়াইই মনে মনে ছড়ায়।

নিজের ভাষায় মধুর স্বাদে জিভ জড়িয়ে থাকে,
মাতৃভাষাই মায়ের মত আগলে বুকে রাখে।

Exit mobile version