
কবিতা- হিসাব
হিসাব
-পাপিয়া ঘোষ সিংহ
জীবন খাতায় হিসাব লিখতে বসে
আজকে সবই হচ্ছে এলোমেলো
সেদিন যেমন ছিল ফাগুন মাস
আজও কি তেমনই বসন্ত এলো?
এমনই এক মাঘী পূর্ণিমা রাতে
অসীম অব্যক্ত যত ছিল,
অপলক দৃষ্টিতে সেই কথা
মনের মাঝেই মন হারিয়ে দিলো।
সেই মধুক্ষণের স্মৃতির পাতা উল্টে
প্রতিপলে অনুভবে তাকে পাই,
ফিরে পেতে চাই এমন মধুতিথি
চারিদিকে দেখি, না কোথাও নাই।
খুলে খুলে আজ পড়েছে পলেস্তারা
ঝরে ঝরে পড়ে উজ্বল সেই দ্যুতি,
নয়নে উঠেছে আরও দুটি নয়ন
হারিয়ে গিয়েছে সাহস ও শকতি।
তবুও এ মন ভালোবাসে অফুরান
তবুও পেতে চাই যে ভালোবাসা,
হিসাব নিকাশ নাই মেলাতে পারি,
চলবে এভাবে প্রেমের জোয়ারে ভাসা।


One Comment
Anonymous
অসংখ্য ধন্যবাদ,