Site icon আলাপী মন

কবিতা- একলা পথিক

একলা পথিক
 -রাণা চ্যাটার্জী

 

 

আসবো না আর কথা দিলাম,
খোলা মন জানলার গরাদ ধরে উদাত্ত ডাক দেওয়া থেকেও নিজেকে বিরত রাখার চেষ্টা করবো দেখো,
বদ্ধ ভাবনার আঙিনায় বরং অভ্যস্ত তুমিটা দরজায় খিল তুলে রেখো।
নাই বা টোকা দিলাম আগের মতো,
অপেক্ষায় এই বুঝি সূর্যমুখী হাসির আগমন..
ছন্দে আত্মহারা হওয়ার দিন শেষ, শুধুই প্রস্থান!
কি যায় আসে তাতে তাজা ফুটন্ত লাল গোলাপের!

আজ সব এলোমেলো, ছন্নছাড়া অভিমুখ…
মন ভাবনায় ঝড় তুলছে চির সবুজ স্মৃতি,
সব ভুলে নতুন ভাবে শুরু হোক জীবন, নোনাধরা জীর্ণ বাড়ির জানলা থেকে ভাসছে রেডিও সঙ্গীত,
“আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে…”

Exit mobile version