Site icon আলাপী মন

কবিতা- ভালোবাসার জন্য

ভালোবাসার জন্য
– সুনির্মল বসু

 

 

মধুছন্দা পড়তো বেথুন কলেজে
আমি বঙ্গবাসী,
বাতাসে আঁচল উড়িয়ে
ও যখন কলেজে যেত,
কতদিন ওর পেছনে হেঁটে গেছি।

কফি হাউসে একদিন ও আমায় বললো-
“যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো,
আমি তোমার কাছেই ফিরে আসবো।”

ভালোবাসার জন্য তখন কি না করেছি!
আমি চিৎকার করে বলতে চাইতাম
‘তোমার জন্য বসন্ত মঞ্জরী নিয়ে
আমি আসছি,
তুমি শুধু একটু অপেক্ষা করো’।

আজ দখিনা বাতাসে আমাদের প্রেমের
মৃত্যু-সংবাদ পেলাম,
প্রজাপতি আঁকা কার্ড পাঠিয়েছে ও।
এখনো টেবিলে পড়ে আছে
ওর ভালোবাসার চিঠি,
এই স্মৃতি চিত্রগুলো ও
আমাকে দিয়ে গেছে-
আমাদের ভালোবাসা মরেনি,
ভালোবাসা মরে না।
এই ভালো!
প্রতিদিনের ধূলি মলিনতা থেকে
আমাদের ভালোবাসা বেঁচে গেছে।

Exit mobile version