ভালোবাসার অপর নাম
-শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত
আর তারপর ধীরে ধীরে মুছে যায় আলো
ফুটে ওঠে বুনোফুল সামিয়ানায়।
নিখুঁত সুঁচের কারুকাজ।
সন্ধ্যেতারা দিব্যি বসে বাঁকা নৌকার মাঝে,
আঁধারে গেঁথে যায় সদ্য ফোঁটা বেলি।
আনত দৃষ্টি সলাজ।
দু’হাতের বেড়ে লাগে জন্মান্তরের ঋণ,
একে একে খুলে রাখে আলোকবর্ষের হিসেব।
ভালোবাসার নাম প্রতীক্ষা।
দ্বীপের মতন জেগে থাকা যাবতীয় শূন্যতা,
মোহ বেশে নেমে আসে নরম পলির গায়ে।
মগ্নসুখে ভাঙে তিতিক্ষা।