কবিতা- অমলকান্তি আগুন হবে?

অমলকান্তি আগুন হবে?
-রীণা চ্যাটার্জী

আগুন লাগবে, দাউদাউ জ্বলা আগুন,
পচন ধরা সমাজটাকে জ্বালিয়ে দিতে
দলে দলে আসবে জানি তাজা রক্তের বান, তুমিও এসো, কুটো জ্বালাও অমলকান্তি-
আগুন লাগবে আগুন, শুদ্ধিকরণ যজ্ঞ হবে।
ক্ষান্তবর্ষণে লাজুক রোদ্দুরের‌ স্বপ্ন তোমার?
স্বপ্ন তোমার অলীক ছিল- অবাস্তব দোষে দুষ্ট,
জানতে না বুঝি? বলেনি কেউ কোনোদিন!
আকাশে বারুদের মুষ্টিযোগে
রোদ্দুর এখন বিষফোঁড়া রোগে
বিষাক্ত বিষে ছাড়খার হয়ে গেছে।
স্বপ্ন যাদের স্বার্থে ঘেরা, আগ্ৰাসন মন্ত্র তাদের।
ন্যায়-নীতিতে শক্ত কথা, সফল হওয়ার গল্প ওদের।
তোমার চাওয়া তো রোদ্দুর নরম-
নরম মাটি আঁচড়ে সুখ- এই রীতিতে চলছে জগৎ।
আবার একটা স্বপ্ন দেখো তেজী চোখের
দৃপ্ত শপথে- আগুন হবার স্বপ্ন দেখো।
অমলকান্তি জ্বলন্ত এক আগুন হবে?
তোমার স্বপ্ন ভাঙতে এলে, কিনতে এলে
জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে।
অদম্য সাহসী তকমা নিয়ে… হবে আগুন?

(“অমলকান্তি” একটি প্রতীক নাম রূপে ব্যবহৃত। অমলকান্তি- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার অনুকরণের কোন স্পর্ধিত প্রকাশ নয়। অনিচ্ছায়, অজান্তে কোনো ত্রুটি হলে ক্ষমাপ্রার্থী)

Loading

Leave A Comment