কবিতা- আলিঙ্গন আজ

আলিঙ্গন আজ
-শম্পা সাহা

 

 

তোমার চওড়া বুকে আশ্রয় পেতে চেয়েছি, শ্বাস নিতে চেয়েছি প্রাণ ভরে।
তোমার রোমশ বাহু ধীরে ধীরে বাঁধন শক্ত করেছে।
প্রথম প্রথম শান্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি এক আড়াল পেয়ে।
ঘন আবেশে, গাঢ় তপ্ত নিঃশ্বাসে শত শীতলতা ধীরে ধীরে হারিয়ে গেছে অমৃত ওমে।
আলিঙ্গন আরো দৃঢ়, আরো গাঢ়, আরো তীব্র!
বাহুর চাপ পিষে ফেলতে চাইছে আমাকে, মিশিয়ে ফেলতে চাইছে আমার স্বত্ত্বা।
তোমাতে আমাতে আর কোনো ফারাক রাখতে চাও না।
চাও, আমিও তুমি হয়ে উঠি। আমি আর আমি নই তোমার ছায়া হয়ে যাই।
আজকাল বড় দম বন্ধ হয়ে আসে।
আলিঙ্গন ফাঁস বলে মনে হয়।
শ্বাস বায়ুর জন‍্য হাঁকড় পাকড় করতে থাকে আমার ফুসফুস,
হৃদপিণ্ড বিদ্রোহ করে, বন্ধ হয়ে যেতে চায়।
আমার পাঁজরে পাঁজরে আজ ভালোবাসার যন্ত্রণা,
আলিঙ্গনের দুর্লঙ্ঘ আবন্ধন।
এখন আর মুগ্ধতা নেই, মুখের দিকে চেয়ে বসে থাকা নেই, মুখোমুখি বসে শুধু চোখে চোখে নেই সেতু বন্ধন,
আজকে ভালোবাসা মানে শুধুই যন্ত্রণা, আজ আলিঙ্গন মানে দম বন্ধ।

Loading

Leave A Comment