কবিতা- কিশোরের জিজ্ঞাসা

কিশোরের জিজ্ঞাসা
-সুবিনয় হালদার

 

 

যুদ্ধ কেন হয়- ?
যুদ্ধ কারা করে মা- ?
একটা ছোট্ট ছেলের এহেন প্রশ্নে কিঞ্চিৎ ইতস্তত মা বললেন-
ভরাপেটে যাদের ক্ষিদে মেটেনা- ;
ধনসম্পত্তিতে বলীয়ান অথচ অভাবী- !
এমন কিছু শয়তান মানুষ আছে
যাদের চোখে ঘুম নেই- ; অসুখী- দুর্বল- অন্যের শক্তিতে শক্তিমান- কিন্তু তারা সবার সামনে ভান করে-
নাটক করে দেখায় যে- সে’ই পৃথিবীর সবথেকে ভালো- !
ফন্দিবাজ রক্তচোষা হিংস্র মানুষরূপী নেকড়ে সব ।
জানিস তো বাবা-, এরা কোনদিন যদি আমাদের মতো গরিব সাধারণ মানুষদের কিছু দেয় বা কোনদিন কোন উপকার করে- জানবি-
আমাদের এই জায়গাতে কোন-না-কোন ঝামেলা গণ্ডগোল হবে ;
নয়তো কোন প্রাণ যাবে- কিংবা আমরা আমাদের অধিকার হারাবো- !

কিশোর ছেলেটি মন দিয়ে সব শুনে তার মাকে বললো-
তাহলে মা- সব মানুষ- মানুষ নয় ?

Loading

Leave A Comment