অন্তরায়
-রীণা চ্যাটার্জী
একটা স্বপ্ন মিলিয়ে যাওয়ার আগে
কোলাকুলি করে আর এক তার ফাঁকে,
মাঝে কিছু শ্বাস, কিছুটা দীর্ঘশ্বাস
ভিড় করে আসে স্বপ্নেরা একরাশ।
খানিক ঘোরে বাঁচার কানাঘুষোয়
পথ হারায় কখনো মিথ্যার আশ্রয়ে
ঘুমের গলিতে কোষেদের আস্তানায়,
অলক্ষ্যে জাগে, অলক্ষ্যে মৃতপ্রায়।
মুহুর্তের আঁচলে বেঁধে রাখার গিঁট
ওদের পিঠেও নাছোড়বান্দা জিদ-
চোখের তারায় বাস্তুচ্যুতের রাগ-এ
রাতের শিশির দুরন্ত শোকে জাগে।
নতুনের ভারে পুরাতন ঘোলা জলে
হৃতোদ্যমে ফের চোরা ঘুর্ণন তোলে।
ভেসে ওঠে ক্ষীণ বুদবুদের আশ্বাস-
স্থির-অস্থির জলছবি দেয় ফাঁস।
ক্লিষ্ট ভোরের হাতছানি ভাসা ভাসা
ভাবনার আঁশে জাল কাটে তমসা।
দাপুটে চলনে কায়াহীনের আবছা ছায়া,
খোলা চোখে চোখ রাখে না সে বেহায়া।
আশা-সংঘাতে, সৃষ্টি-ধ্বংসের আনাগোনায়
স্বপ্নেরা দূর থেকে একে অপরের অন্তরায়।
বাহঃ বেশ লাগলো….
💞🙏
কবিতা টির মধ্যে একটা অনুচ্চারিত অনুভব বিরাজ করেছে দিদির নিজস্ব স্টাইলে ।খুব ভালো লাগলো।
প্রাপ্তি ভাই।
ভালো লাগলো