তুমি রক্ত পলাশ
-কাজল দাস
বেলা শেষে তোমার বুক থেকে খসে পড়ে যে প্রেম,
আমি তার অপেক্ষায় থাকি.
তুমি একটু একটু করে পবিত্র হওয়ার সিঁড়ি ভেঙে-
চলে যাবে কোনও দেবতার ঘর আলো করতে।
তোমার শরীর ভেজা বসন্তের আতর মাখা আঁচলের গন্ধ ছড়িয়ে-
নিয়ে যাবে আমার সবটুকু সঞ্চয়, আর-
রক্ত পলাশের রঙে রাঙিয়ে দেবে আমার অব্যক্ত প্রেম.
যাকে বুকে নিয়ে রাতজাগা কাব্যের ঢেউ- আমার বিছানার চাদরে মুখ ঢাকে উৎসবে.
হয়তো আরও একটা সকাল হবে,
অপেক্ষার ঘন নীল কেটে যাবে নির্দ্ধিধায়,
আলো আসবে সংকটের আঁধারে,
তুমি আসবে, আর আসবে-
নতুন বসন্ত ছুঁয়ে আমার পুনর যৌবন।