মন কেমন
-শম্পা সাহা
কখনো কখনো না চাইতেও মন খারাপটা চেপে বসে, জাঁকিয়ে।
মনের কোণে ঝুলকালি জমতে জমতে পরতে পরতে পাহাড়।
ধূসর ধোঁয়ারা কুন্ডলী পাকিয়ে উঠতে থাকে মনের আনাচ কানাচ দিয়ে।
ছড়িয়ে পড়ে আমার ছোট্ট চিলেকোঠার ঘরে।
যেখানে একটা ঘরছাড়া টিকটিকি, বেয়াক্কেলা মাকড়সা আর কালো কালো আরশোলাদের ছড়াছড়ি।
মাঝে মাঝে শূঁড় নাড়িয়ে, জাগিয়ে দিয়ে যায়।
আধো ঘুমে, আধো আঁধারে একা জেগে বসে থাকতে থাকতে ঝিমিয়ে পড়ি মন খারাপের গায়ে।
বড় নাছোড়বান্দা এই ঝিমঝিমে ভাবখানা।
বড় মনকেমন করা রোদ্দুর বাইরে আঁকিবুকি কাটে, এ ঘরে তাদের প্রবেশ নিষেধ।
আলোদের আড়ি আর আঁধারের ভাবেই প্রতি দিন ও রাত্রি যাপন।
বসন্ত মানে শুধু উৎসব নয় ,কখনো কখনো পালন করা এক নাছোড়বান্দা মনকেমন!