মৃত্যুই যদি ভবিতব্য হয়
–সমীর হালদার
মৃত্যুই যদি জীবনের ভবিতব্য হয়
তবে এসো আজ আমাকে আলিঙ্গন করো।
পৃথিবীর আদিমতম উষ্ণতায়
মুছে যাক আবেগের সূক্ষ্ম সীমারেখা টুকু।
জ্বলন্ত আগুনের পবিত্র শিখা থেকে
জেগে উঠুক প্রেমের নতুন কোন স্বরলিপি;
শব্দহীন মৃত্যুরা যেমন হেঁটে যায় উল্লাসে
স্তব্ধ এ পৃথিবীর চরাচরে,
তেমনি মৃত্যু নেমে আসুক দুচোখে
সুখ পাখির মত।
তবে সে মৃত্যু হবে আনন্দের….
মৃত্যুই যদি জীবনের ভবিতব্য হয়
তবে এসো আজ তোমাকে আলিঙ্গন করি।