আবির রঙে
-সুমিত মোদক
দু হাতে আমার আবির রাঙানো দিন;
দু হাতে আমার আবির রাঙানো হৃদয়;
দু হাত এখন ছুঁতে চাচ্ছে আকাশ,
দখিনা বাতাস,
এ বসন্ত উৎসব,
এ দোল পূর্ণিমা …
তুমি এখন কোনখানে থাকো!
তুমি কি এখন আবির রঙে আঁকো
আমার ছবি!
আমার পায়ে এখনও রাঙামাটির ধুলো,
একতারাটি জীবন,
মোহন-বাঁশির সুর …
তোমার সেই রাই-কিশোরী-নূপুর;
আমার কাছে পলাশ রাঙা ফুল,
তোমার এলো চুলের ঘ্রাণ,
প্রেমের সকল গান …
তাই তো ঝোরা-র জল ডাকছে
রোদ মেখে;
টিলাও ডাকে শাল-ছায়া মেখে;
আবির রঙে মেতে উঠেছে আমারদের ভালোবাসা;
অথচ, তোমার দেখা নেই বহু যুগ;
এতো দিনে জেনে নিয়েছি চলার পথটির
শেষের গল্প;
তোমার অভিমান …
সে কারণে এখনও দাঁড়িয়ে আছি
ছাতিম গাছের ছায়ায়,
তোমার-ই অপেক্ষায় …
সকাল থেকেই রেঙে উঠছে
আকাশ, বাতাস, হৃদয় …
এক সাঁওতাল মেয়ের গোপন প্রেমের উপাখ্যান;
তুমি কি আমার সেই সাঁওতাল প্রেয়সী হবে!
তুমি কি আমার এ সাঁওতাল হৃদয় ছোঁবে!
তোমার জন্য ছুঁয়ে এসেছি যমুনা নদীর চর,
বৃন্দাবনের গোপন অভিসার;
তোমার জন্য হতে পারি শ্রীকৃষ্ণ,
কানহু …
তোমার জন্যে ….
তুমি যে আমার শ্রীরাধিকা,
রাইকিশোরী,
রাই …
সাঁওতাল রমণী এক;
দু হাতে আমার আবির রাঙানো সময়;
দু গালে তোমার, আমারই আবির রাঙানো সোহাগ;
তুমি কি ভাবে ভুলবে!
এখনও তোমার জন্য দাঁড়িয়ে আছি
দু হাতে আবির নিয়ে;
এক আকাশ ভালোবাসা নিয়ে।