Site icon আলাপী মন

কবিতা- অপেক্ষা

অপেক্ষা
-শম্পা সাহা

 

 

একটা চলন্ত বাসের পাশাপাশি সীটে , আমরা দুজন।
টালমাটাল রাস্তার সীমানায় দাঁড়িয়ে রাগ, শোক, ক্ষোভ, দুঃখ, মান , অভিমান।
হাত নাড়ে, অভিবাদন জানায় অনাগত দুঃখকে,

যার প্রত‍্যুদ্গমনে অভিগত প্রয়াসী অনাগত দিন, অনাকাঙ্খিত আবেগের স্রোত।
কতবার, কতবার চাই তোমার আঙ্গুল আমার কোমর ছুঁয়ে যাক,
কতবার চাই অসাবধানে তোমার হাত আষ্টেপৃষ্ঠে ধরুক আমায়,
কতবার কতবার চাই অভিমানের বরফ গলুক, গলতে থাকুক।
এক সমুদ্র ভালোবাসা সাঁতরে ঠিক পৌঁছবো তোমার বুকে।
কিন্তু বরফের গলবার নাম নেই,
স্টপেজ একে একে চলে যায়, দূরে আরো দূরে, গন্তব্যহীনতার দিকে।
আর আমি তোমার পাশে বসে ঝাঁকুনিতে অপেক্ষায়, একবার তোমার স্পর্শের।

Exit mobile version