
কবিতা- ভোরের স্বপ্নে কবিতার কল্পনা
ভোরের স্বপ্নে কবিতার কল্পনা
-অসীম দাস
সকালের স্মৃতি বিকেলেও অম্লান
ম্লান হয়ে গেছে বয়সের লাফ ঝাঁপ
ঝাঁপিতে জড়ানো জয়তু জুঁই এর ঘ্রাণ
ঘ্রাণের নাগাল পায়নি পায়ের ছাপ!
ছাপ ফেলে ফেলে এগিয়ে এসেছি দূরে
দূর প্রবাসেই কেটে গেলো কালবেলা
বেলাভূমি তবু অজেয় শঙ্খ সুরে
সুরে সুর মিলে ময়ূরপঙ্খী ভেলা!
ভেলা ভেসে চলে ইন্দ্রপুরীর সভায়
সভা শেষে ফিরি অভিজ্ঞ খঞ্জনা
খঞ্জনা- ক্রোধ জুড়াই বৃক্ষ তলায়
তলের অতলে ডুবে যায় লাঞ্ছনা!
লাঞ্ছনা নয়, সোহাগার সুখে সোনা
সোনালী আভায় ফুটেছে কদম-ভোর
ভোরের স্বপ্নে কবিতার কল্পনা
কল্পনা-কূলে তুমি আজও মনচোর!


2 Comments
Anonymous
অনন্য সৃষ্টি
Pradip Sarma Sarkar
অনিন্দ্য রচনা