যেভাবে নিজেকে সাজাও
-সুনির্মল বসু
এক একদিন সকালে তুমি
কল্পনার ডানায় ভর করে
দূর দিগন্ত রেখায় পাহাড় নদী পেরিয়ে দিকশূন্যপুরের দিকে এগিয়ে যাও,
এক একদিন সকালে এই তুমি
রাজবেশে পৃথিবী শাসন করো,
কোনো কোনো দিন সেই তুমি পথের পাশে ভিখিরির মতো পড়ে থাকো,
প্রতিদিন ভিন্ন ভিন্ন সাজ তোমার, প্রতিদিন কত কত ছদ্মবেশ,
গাছপালা নদী পাহাড় সমুদ্র তোমার দিকে আশ্চর্য ভাবে চেয়ে থাকে,
অরণ্য পাখি তোমাকে ঘাড় ঘুরিয়ে দ্যাখে,
দ্যাখে আর বিস্মিত হয়,
যেদিন ঘোর বর্ষায় বাঁশবনে মর্মর ধ্বনি বাজে,
সেদিন সন্ধ্যে থেকে তুমি কবি শক্তি চাটুজ্জে হয়ে যাও,
সোমলতা যেদিন গড়িয়াহাট মোড়ে তোমাকে প্রথম ভালোবাসা জানিয়েছিল, সেদিন সে তোমার চোখে
সুনীল গাঙ্গুলীর নীরা,
একটা মানুষের মনের কত অসংখ্য ভাগ থাকে,
একটা মনের মতো ভালো কবিতা লিখতে পারলে,
তুমি পাড়ার মোড়ে গিয়ে, সিগারেটে একটা লম্বা টান দাও, তোমার মধ্যে জেগে ওঠে, ভুবন জয়ের আনন্দ,
প্রতিদিন এভাবে নিজেকে নানাভাবে সাজাও তুমি,
নিজেকে এভাবে সাজানো একি তোমার পুরোনো অভ্যেস,
প্রতিদিন তুমি নিজেকে যেভাবে সাজাও, সারাদিন সেভাবেই নিজেকে ফিরে পাও,
নিজেকে জানা তোমার কখনো শেষ হয় না।