কবিতা- বিপদ

বিপদ
-সঞ্জিত মণ্ডল

 

 

বিপদ থাকে ঘাপটি মেরে সবাই সেটা জানি,
পাচার হবো জেনেও আমরা হাটে-বাজারে নামি।
সকলের মুখে একটাই কথা ছেলেদের কাজ নেই,
পেটে খিদের জ্বালায় বুঝি ফাঁদ তো সবখানেই।
জোড়া ফলায় ঘায়েল আমরা উম্পুন লকডাউনেই,
গ্রামগঞ্জের মানুষ জনের পেটেতে ভাত নেই।
অশান্তি তাই ঘরে ঘরে সব কিছুর আকাল,
খাবার চাকরি দুটোই মিলবে হাতছানি দেয় ‘কাল’।
বাঁচার জন্যে লড়াই করতে পথে নামে মেয়ে,
পাচার হবে জেনে বুঝেই উপায় নেই তাই নামে।
ঝড়ে কারোর ছাদ উড়েছে কারোর বা গাছপালা,
লকডাউনে চাকরি গেলো জীবন ঝালাপালা।
টাকার টোপে দিশেহারা জীবন মরণ দায়,
পাচারকারী আড়কাঠিরা সুযোগ খুঁজে পায়।
গরীব গাঁয়ের মানুষ দুটো খেতে-পরতে চায়,
পাচারকারী আড়কাঠিরা টাকার লোভ দেখায়।
নাবালিকা সাবালিকা সবার পেটের টান,
কাজ পাবে আর বিয়েও হবে বাবুর বাড়ি যান।
না বলবে তার সাধ্যি কোথায় সংসার ভেসে যায়,
গাঁ গঞ্জের মানুষ বুঝেও ফাঁদেই পা বাড়ায়।
বন্ধ ইস্কুল পাঠশালা তাই মিডডে মিলও নেই,
পেটের খিদে মেটাতে সব জেনেও লাইন দেই।
উপায় কি যে উপায় নেই তাই ব্যস্ত সবাই ভোটে,
নাবালিকা সাবালিকা পথেতে তাই জোটে।
গরিবী কি ঘুচবে বলো নীতির দোহাই দিয়ে,
বাঁচার লড়াই বড়ো লড়াই নীতি খাবে ধুয়ে?
অভিনেতা নেত্রী যত ভোটের জন্যে লড়ে,
গাঁ গঞ্জের অভাবী লোক পেটের জ্বালায় মরে।।

Loading

One thought on “কবিতা- বিপদ

  1. আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধু, আলাপী মন এর সকল সদস্য বন্ধুদের জানাই অন্তহীন অভিনন্দন

Leave A Comment