কবিতা

কবিতা- পাংশুটে জীবন

পাংশুটে জীবন
   -রাণা চ্যাটার্জী

 

 

বদলে যাচ্ছে কাছের মানুষ ঘেরাটোপ আবর্তে,
কেমন যেন শক্তপ্রাচীর গাঁথা, একা থাকার শর্তে!

আগে কত হই-হুল্লোড়, বাঁধ ভাঙা উচ্ছ্বাস ঢেউ,
ছোঁয়াচে মৌনতায়, একসাথে থাকবে না কেউ!

পাল্টে যাওয়া হয়তো সোজা, দায় এড়ানোর ঢাল,
স্মৃতি তাজা হয়ে ডাক দিলে, মন আমার  উত্তাল!

পাল্টে যাওয়া এ নগর জীবন, পরিস্থিতিতে তুমিও,
নিশাচররাত, জেগে গালে হাত, পারলে বরং ঘুমিও।

মনের মধ্যে তুমিটা জেগে, বাইরের খোলস শক্ত,
অদল বদল দিনযাপনে মনে জমে ওঠে বদরক্ত।

কষ্ট যদি শেয়ার করো, সমালোচনা হয় আড়ালে,
মুখে কৃত্রিম মিষ্টি প্রলেপ! না হয় সরেই দাঁড়ালে।

দায়িত্ব এড়ানো মানুষগুলোরই জ্ঞানবর্ষণ ফ্রী,
সম্পর্কের নোনা দেওয়াল,  স্যাঁতস্যাঁতে বিশ্রী!

Loading

Leave A Comment

You cannot copy content of this page