যন্ত্রণা
-শম্পা সাহা
ধীরে ধীরে স্বপ্নেরা হাত ছেড়ে দেয়,
মেঘ ভাসে দূর ঘোলা জলে।
চাঁদ উঁকি দিয়ে লুকোয় আবার,
আবছায়া মেঘের আড়ালে।
কথা ছিল দেখা হবে পূর্ণিমা রাতে,
তাই চাঁদ ওঠে নিতো আর।
আকাশের তারারাও লুকোয় যে মুখ,
মন বলে, এখন আ়ঁধার।
আঁধারের ছেলেখেলা স্বপ্নকে নিয়ে
ভালোবাসা ঘোলা জলে ডুব,
হৃদয়ের দরজায় বিরহের কড়া নাড়া
ভালোবেসে যন্ত্রণা খুব।
দা রু ন