আত্মগ্লানি
-অমল দাস
এখনো লুঙ্গিতে প্রকৃতির হাওয়া লাগছে,
পাশ্চাত্য আভিজাত্যের গলাবন্ধনী বাঁধা হয়নি।
খবরের সকালে মনুষ্যত্ব গরম চায়ের কাপে-
নোনতা বিস্কুটের মত ভিজে যায়নি ।
এখনো মেঠো সোঁদা গন্ধ গায়ে মাখি রোজ
জ্যোৎস্না রাতে চাঁদের সাথে করি খেলা
নদী, নদী-জল ডাঙায় ছলছল ।
সূর্যের সাথে ঘর্মাক্ত সারাবেলা
পেট্রোলিয়ামের মত উদ্বায়ী নই,
উবে যাব চোখ বন্ধ করে!
অ্যাসিডের মত তেজস্বী নই, পুড়িয়ে দেবো !
বৃশ্চিক নই যে দংশাবো বিষ ঝেড়ে ।
উত্তাপ লাগে তবু নিরুপায়
রুটি সেঁকা ধার্মিক তাওয়ায়
পক্ষে বিপক্ষে ভয়ঙ্করী নিরপেক্ষ
মূর্তির ছয়লাপ, রক্তের সুবাস হাওয়ায়।
ওখানে সাম্প্রদায়িক আগুনে
মহাভোজের খিচুড়ি তৈরি
কতেক থার্মোকলের পাত পেতেছে -পশুর চামড়া।
নরকীট পড়ে আছে মরে।
হায় হায় অসহায় আত্মগ্লানি
আফসোসের নৌকায় আমি, আমরা।