কবিতা

কবিতা- আবেগী আবেশ

আবেগী আবেশ
-রীণা চ্যাটার্জী

ইচ্ছে করে…
সব ফেলে এক ছুটে যাই তোমার কাছে;
পাহাড়ি ঝর্ণার সাজে, আছড়ে পড়ি
বুকের মাঝে, অভিমানী প্রাচীরগুলো
ভেঙে ফেলে, মৌন মুখোশ ছিঁড়ে ফেলে
নালিশ করি…
নালিশ করি কোলাহলের প্রবল স্বরে,
একলা থাকার দুঃখ বারি ঝরিয়ে শেষে,
জ্যোৎস্না হাসির আহ্লাদী মন মোম
হয়ে যাক, গলতে থাকুক সোহাগ ঝড়ে
খড়কুটো হোক…
খড়কুটো হোক ঝড়ের মুখে সকল বাঁধন, সকল দ্বিধা, সোহাগ ঝড়ে আমরা কেবল মনের মিতা
বাহুডোরে থাকবো যখন, প্রশ্ন হাজার
অবহেলার।
ফিরবে নালিশ..
শতেক নালিশ চোখে-চোখে, আশ্বাসী দোঁহের স্পর্শসুখে;
চন্দ্রকথায় আর বন্দিশী মূর্ছনায় স্বপ্ন তখন
বন্দী, মুঠোর আল্পনায়। দহন শেষের ক্লান্ত প্রহর তৃপ্তসুখে।
সালিশ হবে..
সালিশ হবে, ভালোবাসার ঝর্ণাধারায় ভাসিয়ে নিয়ে..
মিটবে যখন তোমার-আমার সকল চাওয়া
আসবো ফিরে আবার জীবন-গানের মায়ায়
বিশ্বাসের সেই পরম পাওয়ার আবেগ নিয়ে
তোমার মাঝে খুঁজবো শুধুই তোমার আবেশ।

Loading

3 Comments

  • Rana chatterjee

    মনের গহনে লুকিয়ে থাকা না বলা কথা গুলো যেন মুক্তোর মতো মালা গেঁথে উপস্থাপিত করলেন দিদি।খুব ভালো লাগলো।

Leave A Comment

You cannot copy content of this page