Site icon আলাপী মন

কবিতা- ভালোবাসা খুঁজে পাবে পথ

ভালোবাসা খুঁজে পাবে পথ
-সমীর হালদার

 

 

আমার কলমের গা বেয়ে নেমে আসা
সুতীব্র যন্ত্রনাগুলো একদিন
কান্নার প্রতিশব্দ হয়ে আশ্রয় নেবে তোমার বুকে।
বুকের পাঁজরে জমে থাকা যত অভিমান
নদী হয়ে মিশে যাবে সাগর সঙ্গমে।
ঠিক যেভাবেই চেয়েছিলে তুমি
সত্যের মুখোমুখি দাঁড়াতে।
আমিও তো চেয়েছি
বাম হাতের তর্জনী ছূঁয়ে থাকবে তোমার উষ্ণতাটুকু।
উৎসব যদি হয়েই থাকে
তবে তা হোক আনন্দের,
যাকে বলে: A Proud Celebration of Love
অর্থাৎ ভালোবাসার গর্বিত উৎযাপন।
চোখের পলকে ধেয়ে আসা কোনো সূনামীর উদ্দামতা নয়,
তোমার সাঁওতালি ঠোঁটের আর্দ্রতায় ভিজে যাবে
আমার আবেগের শুষ্ক বেলাভূমি।
তমসাচ্ছন্ন রাত্রির অবসানে রাতজাগা আকাশের বুকে জেগে উঠবে আত্মবিশ্বাসের এক নতুন সূর্য।
চৈতি বাতাস গাইবে সেদিন
ফেলে আসা কোনো ফাগুনের গান।
আমাদের মধ্যবিত্ত দিনযাপনের গল্পগুলো কবিতা হয়ে উঠবে।
ভালবাসা ঠিক খুঁজে পাবে পথ
নতুন কোন অঙ্গীকারে।
আমার কলমের গা বেয়ে নেমে আসা
সুতীক্ষ্ণ যন্ত্রণাগুলো একদিন আর্তনাদের প্রতিশব্দ হয়ে আছড়ে পড়বে তোমার বুকে।

Exit mobile version