কবিতা- একটি অপ্রত্যাশিত ফুল সজ্জা

একটি অপ্রত্যাশিত ফুল সজ্জা

-কাজল দাস 

 

পেসমেকার মাপছে সময়, হার্টবিট
দুটি শরীর প্রতিঘাতেই মৃত প্রায়
জোছনার রং ভিজিয়ে দিচ্ছে বেডসিট
যাচ্ছি পুড়ে ভীত সন্ত্রস্ত উষ্ণতায়

শবের ঘরে খবর এলো- গোপনে
আমিও নেই তুমিও নিখোঁজ ভিতরে
লজ্জা বসন আবীর রাঙা দর্পনে
বৈতরণী পার হবো নীল আবদারে

একফোঁটা জল অপরিচিত পথ ধরে
তোমায় ছোঁবে মরণ সুখের প্রলাপে
নিয়ম ভাঙা অস্থিরতার আঁচড়ে
মৃত্যুপুরী সাজবে- রক্ত গোলাপে

বাইরে তখন কৌতূহলের কড়ানাড়া
অজানা সব বেহিসাবি মৃত্যু ভয়
অধৈর্য্যতে ঘুমিয়ে পড়েছে ওপাড়া
এ পাড়াটা না ঘুমিয়ে নষ্ট হয়।

শব্দগুলো নিঃশ্বাসে খুব আনকোরা
ঠোঁটের কাব্যে অচেনা সব অন্ধকার
বেহায়া সময় আজকে ভীষণ মুখচোরা
অন্য কারো কন্ট্রোলে আজ পেসমেকার। 

Loading

Leave A Comment