Site icon আলাপী মন

কবিতা- এ জঙ্গল ভূমে …

এ জঙ্গল ভূমে …
-সুমিত মোদক

 

 

এ জঙ্গল আমার মা আছে বাবু;
এ জঙ্গল আমাদের মা আছে …

এখানেই আমদের জন্ম, মৃত্যু .…
এখানেই আমাদের জন্মান্তর …

এ তির আমার আছে বাবু,
এ ছিলাও …
আছে আমাদের শিকার পরব;

আমরা মাদল বাজাতে পারি;
আমরা মহুল পিয়ে নেচে উঠতে জানি
জ্যোৎস্না রাতে
এ টিলার বুকে
এ লাল মাটিতে;

হাজার হাজার বছর ধরে আমরা এভাবেই
বেঁচে আছি,
বেঁচে থাকবো;

ভুলেও কোন দিনের জন্য খোঁজ নাওনি
কেমন আছে জঙ্গল!
কেমন আছে এ জঙ্গলের মানুষগুলো;

অথচ, হঠাৎ করে আজ আপনাদের মনে হলো
এ জঙ্গলের কথা;
আমাদের শিকার পরবের কথা;
বাধা দিতে এলেন;

আমরা নাকি ধ্বংস করছি আমাদের জঙ্গল!
আমাদের মায়ের সৌন্দর্য!

আর আপনারা, কি করছেন!
একবার বুকে হাত দিয়ে দেখুন;
একবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন
আপনারা কি করছেন!

আপনি কি আপনার পরিবেশকে ঠিক রাখতে পেরেছেন!
আপনাদের পরিবেশ …
সেই আগের মতো;

আমরা পেরেছি;
আমরা পারি;
আমরা পারবোই যুগ যুগ ধরে রক্ষা করতে
আমাদের জঙ্গলকে,
আমাদের মা’কে বুকে করে আগলে রাখতে ;

আমরা যে ভুমিপুত্র, ভূমিকন্যা
এ জঙ্গল ভূমে …

Exit mobile version