কবিতা

কবিতা- দোঁহে

দোঁহে
-পাপিয়া ঘোষ সিংহ

অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা
কত বসন্ত কেটে গেল ভালোবেসে,
অনেক সময় দিন ঢেকে গেছে মেঘে,
আলো নিয়ে গেছে রাতের আঁধার এসে।

আবার দু’জনে সূর্য ওঠার ভোরে,
আঁজলা ভরে তুলেছি বেল ফুল,
গ্রীষ্ম দিনে প্রচণ্ড দাবদাহে
পুড়েছে কত না জেনে করা ভুল।

যত অভিমান বাদলে ভাসিয়ে দিয়ে
ভালোবাসার শস্যে ভরেছে মন,
এক সমুদ্র বিবাদ, বিরহ কেটে
ফিরে পেতে চাই আবার আপন জন।

ফুলে ফুলে আজ ভরে থাকি এসো দোঁহে,
ফিরে ফিরে আর নাই বা পিছন দেখি
একসাথে বাঁধা এই দুটি জীবন আবার
এসো এসো সখা ফুলের পরাগ মাখি।

তুমি বলেছিলে মনের মিলন হ’লে
দু’জন নাকি দু’জনাতে যায় মিশে,
এমন কোনো কালবৈশাখী নাই
পৃথক করবে এই দু’জনাকে এসে।

তবুও ভয়াল তুফান এনে দিলে
ভূমিকম্পে বিদীর্ণ হৃদিতট,
ভাঙা হৃদয়েও তোমাকেই কাছে ডাকি
এ দু’চোখে যে শুধু তোমার চিত্রপট।

তুফান শেষে নতুন করে গড়ি
ভাঙতে দেবো না কোনো দুর্যোগ -ঝড়ে,
ফাটল যা কিছু পূরণ করে নেবো
তৃতীয় কেউ না প্রবেশ করতে পারে।

আমরা দোঁহে রচিব ভালোবাসা
এ ধরায় নয়া গল্প লেখা হবে,
সৃষ্টি হবে নতুন অনেক কিছু
লোকে ভালোবেসে আমাদের কথা ক’বে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page