এখন আমি…
-রীণা চ্যাটার্জী
এখন আমি চেরাপুঞ্জি
বুকের ভেতর মেঘের পাহাড়
যখন তখন বৃষ্টি নেমে
জলছবিতে আমায় সাজায়।
ঝরতে থাকে মাটির ‘পরে
ভেজা মাটি সাক্ষ্য রাখে,
ক্ষয়িষ্ণু সুখ কেঁদেছে কতো-
নীরোদের ওই অঝোর ধারায়।
ধুয়ে দিয়ে যায় বন জ্যোৎস্না,
ভোরের আলো তা’ও ফিকে
হারানো মন ভিজতে থাকে
শিকড় থেকে শাখায়-শাখায়।
একঘেয়েমির অবাধ্য সুর
ওদের সুরে হাজারো কথা,
দু’ একটা বেশ অন্যরকম
চেরাপুঞ্জির কি আসে যায়!
ভিজতে থাকে… ভিজবে বলে
ভিজছে শিকড়, ভিজছে সেতু
আগল খোলা আকাশ জুড়ে
চেরাপুঞ্জি ভিজতে যে চায়।