কবিতা- পদাবলী-সুর

পদাবলী-সুর
-সুমিত মোদক

 

 

কে উড়িয়ে দিলো আকাশকুসুম স্বপ্ন!
কে ছড়িয়ে দিলো মনের গভীর রঙ!

অচেনা পথিক হাঁটছে অনন্ত কাল;
রাস্তার ধারে ফুটেছে প্রিয় সকল ফুল;

ঘুম থেকে তখনও ওঠেনি দুধের শিশু;
দিনের অসুখ বাড়ছে দিন দিন;

নতুন বছরে ঢুকতে চাইছে পদাবলী-সুর;
মায়ের আঁচল চোখের জলে ভেজা;

বাতাসে এখনও সেই অচেনা শব্দ তরঙ্গ;
নেচে নেচে ওঠে ঘাস ফড়িং সকল;

তবুও কে মঙ্গল ঘট সাজায়!
কে আঁকে জীবনের রোজনামচা!

একে একে জেগে উঠছে বিবেক, বোধ;
ছেঁড়া নূপুরে লেগে থাকে কিশোরীর ঘ্রাণ;

সকালের পাখি উড়ে এসেছে উঠানে;
সকাল-আলো অথচ দিচ্ছে ফাঁকি;

দুধের শিশুটিও দেখবে এক মাঙ্গলিক উৎসব;
অস্পষ্ট কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে;

বুকের ভিতর সনাতনী পরম্পরা;
মা দিয়ে চলে একের পর এক আলপনা।

Loading

Leave A Comment