আমার নববর্ষ
-সীমা চক্রবর্তী
যতবারই তুমি আমাকে ডেকেছো সময়ের ফাঁক ধরে,
ততবারই আমি মৌন থেকেছি আমার বিজন ঘরে।
পাওয়ার আমার যা ছিল বাকি
সবেতেই দেখি রয়ে গেছে ফাঁকি,
তবুও দেখো তোমার আকাশ রঙে রঙে আছে ভরে,
দেয়াল জুড়ে তারই ছায়া আমার বিজন ঘরে।
অবসরে তুমি নিজের মতো ঘোরো পাড়া বে – পাড়া,
মুঠোর ফাঁকে ঝরুক সময়, নেই যে আমার তাড়া।
এ মনে তোমার আঁকবো ছবি
নই তো আমি তেমন কবি,
এই আমি আজও আছি সেই আমি, পাও না তাই সারা
তোমার বাঁশি হাঁপিয়ে মরুক, নেই যে আমার তাড়া।
কখনো তুমি দূরে সরে গেছো, আবার এসেছো ফিরে,
উদাস এ’নয়ন দেখেও দেখেনি, থেকেছে আপন নীড়ে।
ক্লান্ত তুমি মানোনি তো হার
গুটিগুটি পায়ে ফিরেছো আবার,
কখনো আবার গিয়েছো মিশে হাজার রঙের ভীড়ে,
অনুরাগী এ মন সব রং মুঝে থেকেছে আপন নীড়ে।
এভাবেই তুমি বারবার আসো বারবার ফিরে যাও
আশ্বাস রেখে আমার এ মন বারবার ছুঁতে চাও।
যা গেছে তা যাক না চলে
কি হবে মিথ্যে আক্ষেপে ঢলে,
স্মৃতির জটে জড়িয়ে অতীত কি এমন সুখ পাও…
কায়া বিহীন ছায়াকে কেন যে বারবার ছুঁতে চাও!