Site icon আলাপী মন

কবিতা- প্রবহমান

প্রবহমান
-সুমিতা পয়ড়্যা

 

 

যাবার সময় বলেছিলে-
শেষ নিয়ে এত ভাবতে নেই!
সময় প্রবহমান।
যা ঘটবার তা ঘটবেই-
যা নিত্যকালের সত্য তা মানতেই হবে।
সময়ের স্রোতে অবগাহন করো।
দেখ না, পাহাড় কেমন দাঁড়িয়ে আছে
স্থির, নিশ্চল, নিরব, প্রতিবাদহীন!
তাকে কি অবসাদ ঘিরে রাখে না!
সংঘাত কি ঘটে না!
তবু বিশ্বাসের ওপর ভর দিয়ে দাঁড়িয়েই থাকে।
প্রসারিত করে তার দেশ- কাল- সময়।
সেই সময়ের উপরেই তার বহমান কাল।

যাবার সময় বলেছিলে-
চোখ বন্ধ করে উপলব্ধির ঘরে অপেক্ষা আর অপেক্ষা করো
ইচ্ছামতির কালের প্রবাহে প্রসারিত হও
এই ক্রান্তিকালের রক্তের প্রবাহের বয়ে চলো।
স্নায়ুর প্রতিটি কণায় কণায় মুহূর্তরা কথা বলে।
সময়ের ভেলায় ভেসে যাক আবেগ- ভরসা।
দেখ না, সবুজেরা কেমন আত্মবিশ্বাসী!
অনর্গল না বলা কথাদের কেমন করে বয়ে নিয়ে যায়
ভুলে যায় গভীর গহনে অন্ধকারের কথা,
এক চিলতে ছটায় কেমন ঝলমল করে ওঠে,
ওরা আলোর ভাষা জানে,
ওরা রোদ্দুরের ডাকে সাড়া দেয়,
প্রতীক্ষার আলো জ্বেলে বসে থাকে সময়ের কারণে।
সেইতো সময়কাল; যা থেমে থাকে না
বহমান আর রহমান; চিরকাল বহমান!
তবু মাথা তুলে সবুজেরা বাতাসে বাতাসে খবর পাঠায়-
আমরা আছি।
আমরা থাকবো।
কারণ সময় যে প্রবহমান।
শুধু বয়ে চলা যার কাজ।

এত ভেবো না।
শেষ নিয়ে এত ভাবতে নেই।
মজে যাওয়া নদী দেখেছো!
তির তির করে বয়ে চলে—
যা শান্ত,নিশ্চুপ কিন্তু প্রবহমান।
হঠাৎ করে একদিন ফুলেফেঁপে উঠবে এই আশায়
হঠাৎ করে একদিন বানভাসি হবে এই ভাবনায়
অপেক্ষা আর প্রতীক্ষার ক্ষণ গুনতে থাকে।
প্রাপ্তি সেই মহা ক্রান্তিকালে।
যেদিকেই দেখো, দেখবে শুধু সময়ের ভিড়ে বাস
যেখানেই দেখো, দেখবে শুধু সময়ের ঘরেই আশ্রয়স্থল।
জীবনের ভালো-মন্দের কিনারায় দাঁড়িয়ে থেকো
সময় তোমাকে নির্দেশ দেবে।
সময় ভাসাবে প্রতিকূলে অনুকূলে।
তাই শেষ নিয়ে এত ভেবনা।
যেতে দাও।
যেমন করে যেতে চাইছে।
যেভাবে চলতে চাইছে।

ফুল ফল কে দেখনি!
সময়ের সাথে সাথে কেমন করে চলে!
ওই সময়টা না দিলে সব অথৈ জলে।
বন্ধ হয়ে যাবে সব দ্বারগুলো
সংঘাতে সংঘাতে টুকরো টুকরো হয়ে যাবে তরীখানা
সুপ্ত আগ্নেয়গিরি ঘুমের অনন্ত সাগরে পাড়ি দেবে
ভুলে যেতে হবে মহা ক্রান্তিকালের অনন্ত প্রবাহ।
তাই সময় বয়ে যাক।
বয়ে যাক নিত্য প্রবাহের গান।
বুইঝা মুহূর্তেরা রক্তের মত শিরা-উপশিরায়।
হৃদয় প্রকোষ্ঠ প্রসারিত করো
সময়ের বিশুদ্ধতায় তা গ্রহণ করো
হৃদয়ের আকাশটাকে আরও নীল করো
সংকোচনের দূষণকে দূর করো।
সময়ে সঠিক মর্যাদায় ভেসে যাও দূরে দুরান্তে
অনেক অনেক দূরে, বহুদূরে।
প্রবহমান কালের অনেক অনেক
অনেক সময় ধরে।

Exit mobile version