
কবিতা- লজ্জা
লজ্জা
-সুবিনয় হালদার
একটা মেয়ে দিন রাত্রে বিপদগ্রস্থ…
একটা মেয়ে সর্বশান্ত অহরহ,
একটা মেয়ে কার নজরে– থাকছে লক্ষ্য প্রতিক্ষণ?
কেউ জানে না জবাই হবে সেই মেয়েটা কোনখানে কখন!
একটা শ্রেণীর অল্প সংখ্যক- নরখাদক হিংস্র ঘাতক,
একটা শ্রেণী মুখবুজে দেখছে সেসব;
ওই মেয়ে তোর রক্তে কেন রং নেই?
ওই মেয়ে তোর যন্ত্রণার কোন দাম নেই !
দেখ মেয়ে তুই চলে গিয়ে দেখিয়ে দিলি —
রক্তের রঙ অন্য হলে –
সবাই তখন কোমড় বেঁধে নামত মাঠে;
তুই বিচার পেতিস!

