Site icon আলাপী মন

কবিতা- চাওয়া পাওয়া

চাওয়া পাওয়া (কথোপকথন কবিতা)
-শম্পা সাহা

 

 

-আমি তো তোমার থেকে কিছু চাইনি?
-সত‍্যিই চাওনি? তাহলে আসো কেন রোজ আমার কাছে?
-তোমার সময়টুকুই চাই
-ও, সে সময়ের বুঝি মূল‍্য নেই?
-টাকা পয়সা, এসব কিছু তো চাইনি!
-ও, তাহলে ভালোবেসে এগুলোও চাওয়া যায়, তুমি জানো!
-না জানার কি আছে?
-না, আমি ভাবলাম তোমার কাছে ভালোবাসা মানে, শুধু ভালোবাসা চাওয়া আর ভালোবাসাই পাওয়া! তুমি ভালোবাসা বলতে তাই বোঝো!
-কথাকে জটিল কোরো না। আমি শুধু তোমার সময় চেয়েছি!
-আর দিয়েছ? সময়?
-আমি তো ব‍্যস্ত থাকি!
-তুমিই তো বলতে, শত ব‍্যস্ততার মধ‍্যেও প্রিয় মানুষটার জন‍্য সময় বের করাই ভালোবাসা!সে সংজ্ঞা তো তোমার বানানো।
-তুমিও তো আজকাল সময় দাও না।
-কেন দিই তো! কাজের ফাঁকে ফাঁকে! আমারও তো কাজ থাকে।
-কিন্তু বলেছি না, যে তোমার সন্ধ‍্যেটা শুধু আমার।
-তাহলে যদি আমি বলি, তোমার দুপুরটা শুধু আমার!
-তা কি করে হবে? তখন তো আমার অফিস?
-তাহলে সন্ধ্যাতে আমার কি করে হবে? তখন তো আমারও কিছু কাজ থাকে।
-তুমি চাইলেই সেটা তাড়াতাড়ি পারো।
-আর তুমি বুঝি চাইলে পারো না?
-তুমি বুঝছো না, ওটা প্রাইভেট সেক্টর
-আর তুমি বুঝছো না, এটা পরিবার, যার সব দায় আমার একার কাঁধে। বাবার ওষুধ, মায়ের বাতের মালিশ, বোনের পড়া দেখিয়ে দেওয়া। রান্নাবান্না সব।
-তুমি কি চাইলেই পারো না, সব তাড়াতাড়ি মেটাতে, যাতে আমরা একটু কথা বলতে পারি?
-আচ্ছা বলো তো, সব পারা কেন আমাদেরই পারতে হবে? সম্পর্কে, পরিবারে, সব সমঝোতা কেন আমাদেরই করতে হবে? আর একটা কথা, তুমি আমার থেকে কি কিছুই নাওনি?
-না! কি নিয়েছি বলো?
-কেন আমার স্পর্শ, আমার আদর, আমার আবেগ, আমার ভালোবাসা, আমার শরীর, আমার অভিমান, আমার হাসি, আমার কান্না? যেগুলো শুধু তোমাকেই উদ্দেশ্য করে!তার কি কোনোরকম মূল‍্য নেই তোমার কাছে?
-সে কি তোমাকেও দিইনি, আমি?
-হ‍্যাঁ, দিয়েছ। কিন্তু আমি কখনো দাবি করিনি যে, তোমার থেকে আমি কিছু চাইনি। দাবিটা তুমি করেছ! আর তাই এগুলো মনে করিয়ে দিতে হলো।
-স‍্যরি, রাগ কোরো। না,ভুল হয়ে গেছে।
-একবার ভুল, ভুল! বারবার ভুল অন‍্যায়।ভুলের ক্ষমা হয়, অন‍্যায়ের নয়।

Exit mobile version