একলা ঘরে একফালি রোদ্দুর
–সুনির্মল বসু
আমার একলা ঘর, একটি মাত্র বারান্দা, একফালি রোদ্দুর তুমি, তোমাকে চিনেছি অনেক বেদনায়, জেনেছি অনেক দুঃখে।
তোমাকে প্রথম দেখেছিলাম,
পাহাড়ের ঢাল পথে,
আমাকে বললে, এই ছেলে, ভালবাসবি আমায়,
সেদিন আমি ভেসে গিয়েছিলাম, আজও সেই স্মৃতি
বুকে সাগরের উতরোল প্লাবন আনে, বাতাস ভাসায়,
বললাম, ভালোবাসি শুধু তোমাকেই,
তুমি আমার একফালি রোদ্দুর, আমার একলা ঘর,
একটি মাত্র বারান্দা, অনেক কান্না দিয়ে তোমায় চিনেছি।
নীল সমুদ্র, পাইন বন, জারুল ক্ষেত কতদিন আমাদের সঙ্গে হেঁটেছে, আকাশ ভালোবাসার সাক্ষী, রাজপথ ভালোবাসার ঠিকানা, তোমার মধ্যে দেখেছি, ভালোবাসার মধুরিমা।
সাগর রং তোমার শাড়ির,যখন তুমি ধান ক্ষেতে যাও,
পাখি ডাকে, বুকের মধ্যে বহে যায়, ভোরের বাতাস, আর আমি খুঁজে পাই, মনের আকাশ।
আমার একফালি রোদ্দুর তুমি, আমার একলা ঘর,
একটি মাত্র বারান্দা,
আমি খুঁজে পাই,আমার কবিতা লেখার নিশানা।