কবিতা- ‍জীবনের সালতামামি

‍জীবনের সালতামামি
-সুমিতা দাশগুপ্ত

শৈশব মানে, অবাক চাউনি মেলে টলোমলো পায়ে বহির্বিশ্বে পা বাড়ানোর আকুলতা।

কৈশোর মানে, খোলা প্রান্তরে দে-ছুট, আর ঘনায়মান সন্ধ্যেয়, শাঁখের আওয়াজ শুনে তুলসী মঞ্চের প্রদীপের আলোয় পথ চিনে ঘরে ফেরা।

যৌবন মানে, ঝিরি ঝিরি বাতাসে মুক্তডানায় উড়াল দেবার অপ্রতিরোধ্য আকর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো প্রতিস্পর্ধী চেতনায় উজ্জীবিত বিবেকের পরিবর্তনকামী বিপ্লবী চেতনার উন্মেষ।

বার্ধক্য মানে, জীবনের বিক্ষুব্ধ উত্তাল তরঙ্গের অভিঘাতে ক্লান্ত চেতনায় অনবরত স্বপ্নে দেখা ছেলেবেলার ঘরটিতে ফিরে যাবার মনকেমন করা সুরের গুঞ্জরণ।

Loading

Leave A Comment