অণু কবিতা অণু কবিতা- মৃত্যু উপত্যকা April 30, 2022 / মৃত্যু উপত্যকা –পায়েল সাহু রক্তাল্পতায় ভোগা মনের শরীর জীর্ণ শীর্ণ সুচারু মেকি হাসিতে, নিস্তব্ধতা খোঁজে একলা ভীষণ মৃত্যু উপত্যকা শ্রেণীতে। ভাঙছে জীবন স্লো পয়জেনে তবু দৃশ্যমানতায় শুভ্র তাজ গোপনাঙ্গে লুকোনো প্রেমের দাগে সুর সাধে স্মৃতির মন্তাজ।
One Comment
Anonymous
ভীষণ সুন্দর