কবিতা

কবিতা- আঁধারের আড়ালে

আঁধারের আড়ালে
পায়েল সাহু

 

 

রাত গভীরে শীতল বাতাস শান্তির অঙ্গীকারে
ভরসা জোগায় নিশীথ রাতের অকৃপণ বাহুডোরে।
আঁধার রাতের দুটি রূপে অবাক পৃথিবী হায়!
গহীন রাতের চন্দ্রমা কেবল অসহায় চেয়ে রয়।
রাতের আঁধার ভরসা করে নিষিদ্ধ-নগরী জাগে
চলে কতো নারীপাচার, নির্লজ্জ্বতার হিসেব কে রাখে।
চাঁদের আলো সাক্ষী থাকে শীতল রাতের নিজস্বতায়,
সেই আলোই লজ্জিত হয় নিশীথনগরীর উদ্দামতায়
মাদক সেবন তুচ্ছ তখন, ছোটে রঙিন পানীয়র তুফান,
শরীর বিলাসে মত্ত হয়ে চলে বিকৃত রুচির নিলাম।
বদলা নেওয়ার প্রতিহিংসায় প্রাণের দাম কষে মধ্যযাম
রক্তাক্ত শরীরের উপহারে বাড়ে নিত্যকারের খবরের দাম।
যে ছেলেটার বাবার স্বপ্ন ছেলের বড়ো মানুষ হওয়ার
আধপেটা খেয়ে মন ভরে যায় সুখের দিনের আনন্দ আশায়
ধর্মের জাল জড়িয়ে দেখো সেই ঘুঁটি হয় রাজনীতির,
গরীব বাবার চোখের আঁধার জন্ম দেয় সহস্র কূটনীতির।
যে মেয়েটা ভরসা হয়ে সংসারে তার অন্ন যোগায়
সেই মেয়েটাই ধর্ষিতা হয়ে মৃত্যু কামনায় দিন কাটায়।
রাতের আঁধার জন্ম দেয় সুস্থ মনের বিচার সভার
সেই নিশীথেরই গোপন ঘরে কুলুপ আঁটে স্বেচ্ছাচার।

Loading

5 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>