Site icon আলাপী মন

কবিতা- জেগে আছে

জেগে আছে
-সুমিত মোদক

দখিনা বাতাসে ভেসে বৃষ্টির শব্দ,
রাগ ইমন;
স্কুল পথে পা রাখা ছেলেটি জানে
আজ পড়ার পাঠে বসবে না মন;
জানে কিশোরী মেয়েটিও …
সামনের দিগন্ত বিস্তৃত মাঠটি প্রিয়;

ধান উঠে যাওয়া মাঠের নাড়ার
ফাঁকে ফাঁকে উঁকি দেয় মাদি ঘাস;
আলপথে এসে বসে সাদা সাদা বক,
কৃষকের স্বপ্ন, বাঁচার আশ;

ছেলেটি আকাশের বুকে চোখ মেলে দেয়;
মেয়েটি গুনগুন করে ধরে গান;
কি গান! রবি ঠাকুরের গান;
ছেলেটি মেঘের বুকে খোঁজে তাঁর প্রাণ;

এখনই বুঝি ঝমঝম বৃষ্টি নামবে
শিশু মনের হৃদয় জুড়ে;
এখনই বুঝি সাদা সাদা বক উড়ে যাবে
দূরে, বহু দূরে …

এমন সময় শ্মশানের চিতাকাঠে
কে আগুন দিলো!
ধোঁয়ার কুণ্ডুলির মধ্যে সেই চেনা ছবি
কে এঁকে দিলো!

মাঠ থেকে ফিরে আসা কৃষকও থমকে দাঁড়ায়
শ্মশানের ভূমির কাছে;
দখিনা বাতাসে ভেসে ভেসে বেড়ায় রাগ-রাগিনী;
২৫শে বৈশাখে বাঙালি মন জেগে আছে!

Exit mobile version