কবিতা

কবিতা- কি উপহার সাজিয়ে দেবো

কি উপহার সাজিয়ে দেবো
-সীমা চক্রবর্তী

 

 

কখনো তো চাওনি কিছু,
অথচ চাওয়ার কত যতিচিহ্নহীন মাহেন্দ্রক্ষণ এলো গেলো…
একাই চেয়ে গেছি আমি, বেহিসাবি… এলোমেলো… ।
তোমাকে কিবা আর দিতে পারি….
পৃথিবীর ঝড় থেমে এখন ধূসর বেলা,
এপার ওপার শুধু ভাঙনের খেলা,
এ যেন এক ধ্বংসস্তুপ নগর…
সম্রাট নিরোর বাঁশি তে আবহ বিভোর…
সেই সুরে দেখো, কি অকরুণ ভাবে পড়ছে ভেঙে
আমাদের নাগরিক অবেলা….।

এই ভাঙন একদিন জানি,
গ্রাস করে নেবে আমাদের আলো
তবুও তো সাজিয়ে যাচ্ছি দলছুট পংক্তিদের
যদি কন্ঠে তোলো….?
যদি শব্দের মিছিলে ইচ্ছেরা রং মাখে শেষের খেলায়,
কোনো এক আবেগতাড়িত মেলায়…..
ক্ষতি কি…. ?
তোমার তো নেই জীবনের সাথে কোনো সংঘাত,
আমার জন্য বরাদ্দ লক্ষ কোটি নির্ঘুম রাত।

বলো…. এই অসময়ে আর কি দিতে পারি…
কিছু ভাঙা ভাঙা শব্দ-সারি… ?
সবই তো সেই অলিখিত নিয়মের অঙ্গীকারবদ্ধ।
তোমার অপেক্ষায় চাঁদের সলমাজরি,
আমাকে ছুঁতে চায় চিতার আগুন।
এটাই কি জীবন ….
নাকি, অপারগতার সাতকাহন…..

Loading

Leave A Comment

You cannot copy content of this page