
কবিতা- ছায়াপথে …
ছায়াপথে …
-অমল দাস
আগুন জ্বলে, বাইরে জ্বলে -ঘরে জ্বলে
মনের বনেও আগুন জ্বলে…
তখন আকাশ জুড়ে বৃষ্টি
ভিজতে চাইলে ভিজতে পারি কাক-পক্ষীর মতো
পারলাম না চার-দেয়ালের বন্দী ছেড়ে
পারলাম না…
ঠিক যেমন পারলাম না প্রতিবাদের প্রদীপ খানি জ্বালতে
প্রতিবাদের প্রতিঝড়ে আঁধার না ফের ফিরে আসে
তাই নিঝুম রাতের তারার মতো চেয়ে থাকি নিঃশব্দে
বৃষ্টি ভেজা মাটির মতো চুপসে থাকি ঘুম-পৃথিবীর বুকে
ইচ্ছে হলে শব্দগুলো ইটের মতো ছুঁড়তে পারি
মন চাইলে বন্দী ঘরের বদ্ধ দেয়াল ভাঙতে পারি
বদলা নিতে ছুরি বুকে -পাল্টা ছুরি গাঁথতে পারি
এই যে, আমার এপার ওপার লুট করেছো
দেয়াল-দেয়াল তোমার নামে বদ-স্লোগান লিখতে পারি
তবু মধ্যযামের একপশলা বৃষ্টি ’পরে
রাত্রি নিবিড় অন্ধকারে নীরব থাকি
-মৌন ছায়াপথে …


4 Comments
Anonymous
খুব ভালো লাগলো
অমল দাস
ধন্যবাদ আপনাকে
Pradip Kumar Sarma Sarkar
যেমন নামকরণ তেমনই কবিতার অগ্রগতি।হাজারো যন্ত্রণায় বিদ্ধ হ’য়েও নিজেকে স্থির রাখা,আত্মমগ্ন হ’য়ে থাকা।এও এক সমর্পণ। সুন্দর প্রকাশভঙ্গি।
অমল দাস
ধন্যবাদ প্রিয়কবি, আপনার এই মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে।