Site icon আলাপী মন

কবিতা- মানুষ বড় বোকা!

মানুষ বড় বোকা!
-শম্পা সাহা

 

 

মানুষ বড় বোকা!
বার বার ডোবে তবু খড়কুটো ধরে ভেসে থাকতে চায়।
জানে ওর মেয়াদ ক্ষণিকের।
তারপর খড়কুটো ভেসে যাবে সময়ের তোড়ে, যেদিকে স্রোত অথবা স্রোতের বিপরীতে।
যারা কথা দিয়েছিল, সারা বেলা, জীবনের সন্ধ‍্যেতেও থাকবে হাতে হাত দিয়ে,
রাতের শেষ প্রহরে যখন সাদা কাপড়ে ঢাকা মানব শরীর,
তখনও সে হাত আলগোছে মাথায় বুলিয়ে যাবে এই ভেবে,
আহা! ঘুমোক! সারা জীবন ঘুমোতে পারেনি।
তারাও আসলে আসে কেড়ে নিতে আসে কষ্টার্জিত রাতের ক্ষনিকের উপশম।
অজুহাত, দোষারোপ, আর অদল বদল ঘেন্নার ছড়াছড়ি!
ভালোবাসা কুন্ঠায় এককোণে দাঁড়িয়ে প্রত‍্যক্ষ করে,
যারা ভালোবাসি বলেছিল, তারা কেমন এক নিমেষেই বদলে নিয়েছে শব্দবন্ধ!
কেউ খোঁজে শরীর, কেউ নিজের শান্তি, কেউ প্রাণের আরাম!
এ জীবনে সবাই নিতে আসে কেউ দিতে আসে না ধন‍্যাত্বক কিছু!
যাবার সময় পেছু ফেলে যায় লোনা জল, ঘেন্না আর কিছু প্রতিশ্রুতির মৃতদেহ!
মানুষ বড় বোকা!
এর পরেও যদি কেউ চোখ তুলে বলে, “ভালোবাসি”!
মানুষ আবার হাঁটা দেয় সর্বনাশের পথে, ফেরবার, আবার নিঃস্ব রিক্ত হতে!

Exit mobile version