
কবিতা- ঝড়ের রাতে তোমার অভিসার
ঝড়ের রাতে তোমার অভিসার
-সঞ্জিত মণ্ডল
অনেক সাধার পরেও যে আসলে না-
হঠাৎ দমকা বাতাসে ওড়ালে চিঠি,
অগের মতোই আজও দুষ্টুমি করো,
গোধূলি আলোয় শুরু করো খুনসুঁটি।
দিশেহারা মন বেশ ছিলো গৃহকোণে-
ভালোবেসে মন আনমনা করে দাও,
হৃদয় দুয়ারে সাদরে আসন পাতি,
ঝড়ের বেগেতে এসেই সব উড়াও।
খরকর তাপে ক্লান্ত হৃদয় মন-
ভাব ভালোবাসা হৃদয়েই পুড়ে খাক,
ভিতর ও বাহির শান্ত হবে যে কবে,
ফসল বোনার সময়টুকুই থাক।
অপেক্ষা রাত জানি গো দুঃসময় –
কতো দিন একা একা জেগে ভোর হয়,
আসলে তখুনি উদ্দাম প্রেমে তছনছ করে দাও,
সে মধু যামিনী সবটা মধুর হয়কি বলোনা প্রিয়।।


One Comment
Sanjit Mandal
আলাপী মন কে অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই, প্রিয় বন্ধুরা, ভীষণ ভালো লাগলো। আলাপী মন সাহিত্য পরিবারের সকল সদস্য বন্ধুদের জানাই অন্তহীন অভিনন্দন