Site icon আলাপী মন

কবিতা- তোমায় ছোঁয়া ভাবনা

তোমায় ছোঁয়া ভাবনা
-পায়েল সাহু

 

 

হারিয়ে যাওয়া জলগোলাপের স্মৃতির পাতা আঁকড়ে থাকি,
নিঝুম রাত বা মেঘ সাজানো বিকেল বেলায় একলা হয়ে একটু ডাকি,
ভালোলাগার বিবসতায় মলিন মুখেও রক্তিম সাজ হাসি মাখি,
ঝুল পড়া সেই স্মৃতির দালান অল্প হলেও আগলে রাখি।

অবাক হওয়া সেসব দিনে ভালোবাসার বন্য চুমে,
দিন বা রাতের স্বপ্ন কিনে সাজতো প্রহর তোমার নামে।
গর্বিত সেসব মুহূর্তগুলো আঁকতো স্বপন রোজ নিলামে,
ফিরিয়ে নিলো সবটুকু তার মৃত্যু নামক চড়া দামে।

চাইনা আর সেসব দিনের পাগলামি আর প্রেমের ফাঁকি,
স্মৃতির পাতা উল্টে নিয়ে আজকাল বেশ ভালোই থাকি,
নিশ্চুপ আজ মনের দেওয়াল ভুলেছে যত আঁকি বুকি,
পড়লে মনে তোমায় আবার এক চিলতে হাসি ঠোঁটে আঁকি।

জলগোলাপের শুদ্ধ রঙে জীবন আজও চলছে প্রেমে,
শুভ্রতার ছোঁয়া লাগা সুদীর্ঘ এক মৌন মিছিল তোমার নামে,
নাইবা হলো পূর্ণ কলস ‘তোমার ছোঁয়া ভাবনা’ নামে,
অজুহাতের মুক্তি আসুক ভরা বরষার গোলাপী খামে।

Exit mobile version