Site icon আলাপী মন

কবিতা- ইচ্ছের আলাপন

ইচ্ছের আলাপন
-রীণা চ্যাটার্জী

আশৈশব লালিত যত্নের ইচ্ছেরা
মুখোমুখি একান্তে আজ- তুমি আর আমি।
ভাসিয়ে দিয়ে যাব কিছু সুখ
ডুবিয়ে দিয়ে যাব বিগত দুখ…
বলবো কথা তোমার কানে কানে,
যা বলিনি কখনো কারো কাছে-
উজাড় করে বলবো সব, শুনবে তুমি?
না কি বধির তুমি স্রোতস্বিনী?
পাপ-মায়ায় আবদ্ধ পার্থিব বন্ধনে!
এতো ভিড়! এতো কোলাহল!
তিলক, মাদল, বাদ্য শত উপাচারে
উৎসুক পুণ্যলোভী উদগ্ৰীব পাপ স্খলনে
কতো ভেক… কতো সাজ… তোমার জন্য।
আড়ম্বরহীন আমার কথা? বলবো কখন?
আরো কিছু কাল বয়ে যাক-
আঁধার নামুক তবে তোমার কলেবর জুড়ে,
মুখোমুখি বসবো দুজন আত্মার আলাপনে।
স্পর্ধিত স্পর্ধায় স্পর্শের আকুতি নিয়ে
দৃষ্টির অগোচরে এক নিবিড় আলিঙ্গন-
পূর্ণতা খুঁজে নেবে আশৈশব যত্নে লালিত
আমার অবুঝ ব্যাকুল ইচ্ছেরা।

Exit mobile version