Site icon আলাপী মন

কবিতা- সিক্তা

সিক্তা
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আজ গোধূলি ভিজিয়ে দিলো আমায়
প্রবল বেগে উজাড় ভালোবাসায়।
প্রখর রোদের দহন জ্বালায় জীবন
পুড়ছিল তা, তপ্ত লাভার মতন
এ মন যখন তার‌ই অপেক্ষাতে
অস্থিরতায় হতাশায় যায় ডুবে,
ঠিক তখনই আশার সঞ্চারে
দাঁড়ালো এসে এ শহর প্রান্তে।

স্পর্শে তার শীতল অনুভূতি
শিরশিরিয়ে আবেগে উচ্ছাসে,
জুড়িয়ে দিলো সারা শরীর- মন,
ভরিয়ে দিলো মিষ্টি আবেশে।
সরিয়ে দিলো তিক্ত যা কিছু,
রূপসী আজ সিক্ত সাঁঝবেলা,
সবুজ হলো ঝলসানো পত্রালি
লাজে রাঙা হলো যে গাছপালা।

বহুদিনের পরে এলে তুমি,
ল‌ও হৃদয়ের সাদর আমন্ত্রণ,
আজ সারারাত ভিজতে চাই যে আমি
প্রেমচ্ছাসে গভীর আলিঙ্গন।
আজ নিশিথে তোমায় সাথে নিয়ে
স্বপ্নালোকে দেবো আমি পাড়ি,
মেঘেদের আজ বড়ই কাজের তাড়া
ছড়িয়ে আছে আপন আকাশ জুড়ি।

একফালি চাঁদ ঐ দিচ্ছে উঁকি
চলছে মনে রঙের আঁকিবুকি
শরীর মনে আনন্দ লহরী
আলাপে মেঘ-মল্লার সঞ্চারি।

Exit mobile version