কবিতা

কবিতা- প্রার্থনা

প্রার্থনা
–প্রদীপ শর্ম্মা সরকার

 

 

তোমার ভাবনার বর্ণপরিচয়
যেন এক অনিকেত বাউন্ডুলে।
যেখানে শুরু হয় বোধ নিকেতনের ভিত গড়া
সেখানেই সমাহিত তোমার বল্মীক মহাকাব্য।
গড়াপেটার সৌরমন্ডলে উজ্জ্বল জ্যোতিষ্কের অবগুণ্ঠন তুমি–
ভেঙে পড়া বিশ্বাসের বাবলা গাছের নির্যাস,
দিকশূন্য পথিকের অবিন্যস্ত লজ্জাবস্ত্র,
সময়ের শৃঙ্খলে গলিত ক্ষার,
যতবার হেঁটে পার হ’তে চাই তোমার বর্ণ পরিচয়ের মুখবন্ধ
শুধু মেঘে ঢাকা তারাদের স্পষ্ট বিদ্রূপ দৃশ্যমান হয়–
সবার চোখে কি আর জলবিদ্যুৎ খেলা করে?
সমানুপাতিক বিন্যাসের করুণায় তারা উচ্ছল হয়–
অপেক্ষায় আছি, একদিন ঠিক
অবশিষ্ট কিছু জ্যোতি এসে
আমার দুয়ারের খিল খুলে দেবে–
অজ্ঞান তিমিরের জড়তা কেটে যাবে,
পাঠশালার উঠোনে বৈশাখী ধুলোকণা
চাঁদের পাহাড় গড়বে।
আমি হতবাক আকাশ
তোমার আলোর নিকেতনের জন্য
অনুর্বর জমির ইজারাদার।

Loading

Leave A Comment

You cannot copy content of this page