Site icon আলাপী মন

কবিতা- দুঃসাহস

দুঃসাহস
-শম্পা সাহা

 

আজও আমরা চাকরি পেলে তোমরা এক কোপে আমাদের হাত কেটে নেবে!
“ভালোবাসি তোমায়”,বলে আগলে রাখার ভান করে আমার যোনি ছিন্নভিন্ন করবে নানান উপায়ে,
তারপর ,যে ঠোঁট দুটো কপাল স্পর্শ করেছিল স্নেহে ,তাতেই উচ্চারিত হবে,”খানকি!”
আজও আমাকে বুক ঢেকে রাখতে হবে সযত্নে,না হলেই আমার গোপনাঙ্গে সবার অধিকার জন্মাবে স্বাধিকার বলেই যেন!
আজও আমি কারো সঙ্গে যৌনতায় লিপ্ত হলে,আমার ভার্জিনিটি হারাবে!তোমার নয়।
আমি বহুবক্ষলগ্না হলে চরিত্রহীনা, আর তুমি সেই চরিত্রের শুদ্ধতা মাপবে তোমার নিক্তিতে!
এখনো পুরুষ মানে বাঘ,নারী হরিণী।খাদ‍্য খাদক সম্পর্ক যেন!পরিপূরক নয়!
এখনো পণের জন‍্য ফাঁসিকাঠে ঝুলবো আমি!
এখনো উলঙ্গতা প্রদর্শনের দায়ে আমার দিকে আঙ্গুল তুলে সহজেই আমাকে দাঁড় করাবে তোমরা কাঠগড়ায়!
আর যারা চোখ দিয়ে চাটলো সে উলঙ্গতা,তারা?তারা বুঝি সদ‍্য ধোয়া তুলসীপাতা?
আজও বেশ‍্যা মানেই নষ্টা,আর যে পুরুষ রোজ তাকে নষ্ট করে তাকে সমাজ কি তকমা দেবে ,জানতে বড্ড ইচ্ছে করে!
এখনো যৌন চাহিদায় শুধুই তোমাদের একপেশে অধিকার আর আমরা?
যৌনদাসী মাত্র! বিছানায় শরীর পেতে তৃপ্ত করা ছাড়া আর কোন ভূমিকা দিতে চাও আমাদের?
দাসী!
কখনো যৌনতায়, কখনো গৃহস্থালীতে আবার কখনো বা মেকি পৌরুষ পূরণে!
সমাজের একটা চাকা ভেঙে দিয়ে ভাবছো সমাজ এগোবে দুর্বার গতিতে?
ভারী দুঃসাহস তো তোমাদের!

Exit mobile version